ঢাকাFriday , 2 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় ৬৫ বছরের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ajkernaldanga
May 2, 2025 5:27 am
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় আহম্মদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ মে বৃহস্পতিবার খুব সকালে উপজেলার ভূষণগাছা পূর্বপাড়া এলাকার নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আহমদ আলী একই এলাকার মৃত বদরোদ্দিন খলিফার ছেলে।

এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরেই আহমদ আলী তার জীবন-সংসারের ঝামেলার কথা সকলের কাছে বলে বেড়াচ্ছিলেন। তারা আরও জানান, আহমদ আলীর স্ত্রী তার সাথে থাকতেন না। গত সপ্তাহে তার স্ত্রী বাড়ি ফিরলেও তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না, সম্পর্কও ভালো ছিলো না। অনেক দিন থেকেই পারিবারিকভাবে আহাম্মদ আলী পরিবারের কাছে ঠাঁই পেতেন না, থাকতেন বেশিরভাগ সময় বাইরে বাইরে।

নিহতের ভাই মো. ফুলচান বলেন, ‘আমার ভাই স্বাভাবিক ছিলো তার মানসিক কোনো রোগ ছিলো না। সে তার পরিবারের অন্ন যোগাতে নিজের জমিতে কাজ শেষে মানুষের বাড়িতে কাজ করতো। তার এক ছেলে প্রবাসী। মাঝে মধ্যে তার পরিবারের সাথে ঝগড়া-বিবাদ দেখতে পেতাম। পরিবারে কারো সাথে পেরে না উঠতে পেরে আমি জানতে পারি সে নিজে মৃত্যুর ৩/৪ দিন আগে থানায় একটি জিডি করেন। আমরা এই মৃত্যুর সঠিক তদন্ত চাই।’

নিহতের স্ত্রী মজিনা জানান, ‘আমার স্বামী মানসিক ভারসাম্যহীন। সে গত রমজান মাসে ফরিদপুরের ভাঙ্গা থানায় চলে যায়। ওখানে চোর সন্দেহে স্থানীয় লোকজন মারধর করে। আমার স্বামী নিয়মিত ঘুমের ঔষধ সেবন করেন। প্রতিদিনের মতো তিনি ঘুমের ঔষধ সেবন করে ঘুমিয়ে পড়েন। ফজরের সময় হলে ডাকাডাকি করি, তার কনো সাড়া-শব্দ না পেয়ে বাড়িতে থাকা ছেলে-মেয়ে-নাতিকে ডাকি, তারা থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি থানায় নিয়ে যায়।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, ‘গত ২-৩ দিন আগে আহমদ আলী তার জীবন-সংসারের ঝামেলার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ভুষণগাছার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্টে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু তিনি জীবন-সংসারে ঝামেলা বিষয়ে থানায় একটি জিডি করেছিলেন, তাই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করলে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’