ঢাকাFriday , 4 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পি আর নয়, জনগণ চায় ফেয়ার নির্বাচন — নলডাঙ্গায় কৃষকদলের সমাবেশে দুলু

ajkernaldanga
July 4, 2025 7:10 pm
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিবেদক :

“বাংলাদেশের জনগণ পছন্দের প্রার্থীকে এমপি নির্বাচিত করতে চায়, পি আর নয়, তারা ফেয়ার নির্বাচন চায়”—এ কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার(৪ জুলাই) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “বাংলাদেশের জনগণ সাত-পাঁচ বুঝে না। তারা শুধু বুঝে, ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। যে প্রার্থী ৩০, ৪০ কিংবা ৫০ বছর ধরে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করেছে, জনগণ তাকেই ভোট দেবে। পি আর সিস্টেম জনগণের বোধগম্য নয়। তারা ফেয়ার নির্বাচন চায়, আর সেই নির্বাচনের জন্যই ২০ বছর ধরে অপেক্ষা করছে।”

তিনি আরও বলেন, “আমরা সেই নির্বাচন চাই, যেখানে জনগণের ইচ্ছা ও পছন্দের প্রতিফলন ঘটবে। এর বাইরে কোনো পদ্ধতি—বিশেষ করে পি আর সিস্টেম—বাংলার জনগণ মেনে নেবে না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন:
২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষ মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,
যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সংগঠনিক সম্পাদক ও ৩ বারের সাবেক সফল কাউন্সিলর মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ, কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্য সচিব আবুহেনা মোস্তফা কামাল,৪ নম্বর পিপরুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাজাহান আলীসহ স্থানীয় কৃষকদলের নেতৃবৃন্দ।