ঢাকাFriday , 16 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় বারনই নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ ১৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার

ajkernaldanga
May 16, 2025 12:32 pm
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভূষণগাছা এলাকায় নদীতে লাশটি ভেসে ওঠে। উপজেলার পিপরুল সেন্টার এলাকায় নানীর বাড়িতে বেড়াতে এসে গত বৃস্পতিবার বিকাল ৩টার দিকে নানির সাথে রিমি খাতুন (৮) বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজ হয়। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল বৃস্পতিবার রাত পযন্ত অভিযান চালিয়ে সন্ধান পায়নি। রিমি উপজেলার বাসুদেবপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও পিপরুল সেন্টার এলাকার হাজি সাইফুল ইসলামের নাতনী
নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃস্পতিবার উপজেলার পিপরুল সেন্টার এলাকায় নানার মুদি দোকানে হালখাতা অনুষ্ঠানে দাওয়াত খেতে নানা সাইফুলের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে নাতি রিমি খাতুন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নানীর সাথে বাড়ির পাশে পিপরুল এলাকায় বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে গভীর রাত পযন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকাল ৯ টার দিকে এক কিলোমিটার দূরে ভূষণগাছা এলাকায় নদীতে শিশু রিমি খাতুনের ভাসমান মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়দের সহতায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল রিমি খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করেন।

নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের লিডার হাবিবুর রহমান বলেন, ৮ বছরের শিশু গোঁসলে নেমে নিখোঁজ ৮ বছরের শিশুকে উদ্ধারের জন্য খবর দিয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে বৃস্পতিবার রাত পযন্ত খোঁজ করে পাওয়া যায়নি। শুক্রবার সকালে ভূষণগাছা এলাকায় ওই শিশুর মরদেহ ভেসে ওঠে।