
নিজস্ব প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় আন্তনগর ট্রেনের
নিচে কাটা পরে মোঃ মোখলেছুর(৫৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
বুধবার(১৬ এপ্রিল) বিকাল ৪.৪০ মিনিটের দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর নওগা জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, মোখলেছুর রহমান বুধবার বিকালে খুলনাগামী একটি ট্রেন থেকে মাধনগর রেলওয়ে স্টেশনে নেমে যায়। পরে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে পার্বতীপুর অভিমুখে আসা একতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মারা যায়। পরে স্থানীয়দর্শীরা মাধনগর স্টেশানে মাস্টারকে অবহিত করলে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটা লাশটি উদ্ধার করেন। মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোমিন উদ্দিন প্রামাণিক বলেন, বিষয়টি সান্তাহার জিআরপি জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নিহত মোখলেছুর রহমানের সাথে আরো কয়েকজন সঙ্গী ছিলো। তারা জানান, দিনমজুর হিসেবে ধান কাটা ও পিয়াজ উঠানো কাজের জন্য একসাথে সান্তাহার থেকে ট্রেন যোগে তারা মাধনগর আসে।