
নিজস্ব প্রতিনিধিঃ
নবগঠিত নাটোর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক করায় মো:মিঠু তালুকদারকে এলাকাবাসীর গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
সমবার রাত ৮ঘটিকায উপজেলার রামসারকাজীপুর কামারপাড়া বাজারে এই গণসংবর্ধনার আযোজন করা হয়। এসময় এলাকার সকল পেশার মানুষ ও বিএনপি নেতা ছাত্রদল যুবদলসহ সকল নেতাকমীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এসময় নবগঠিত নাটোর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মিঠু তালুকদার বলেন,আজকের দিন ছিল আমার জীবনের অন্যতম দিন। নাটোর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক করায় রামশার কাজীপুর বাসি আমাকে বরণ করে, ভালো বাসা ও শুভেচ্ছা জানান । আমি তাদের ভালোবাসকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি তাদের এই একতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে রাখবো। আমার নেতা এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য একতা ধরে রাখার উদাত্ত আহ্বান জানাই। আমার শক্তি আপনারা এই দেশের জনগন। ভিপি তুষার ভাইয়ের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দল সকল কর্মকান্ড একসাথে পালন করব।