ঢাকাWednesday , 12 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে আদলতে গণমাধ্যমের উপর হামলার ঘটনায় সাবেক পুলিশ সুপার এর বিরুদ্ধে মামলা

ajkernaldanga
March 12, 2025 5:26 am
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ নাটোরে আদালতে এখন টেলিভিশনের ক্যামেরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর ঘটনায় বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এস এম ফজলুল হক এর বিরুদ্ধে মামলা করা হয়েছে । ১১ মার্চ রাতে নাটোর সদর থানায় ভয়েস অব এশিয়া ও স্থানীয় দৈনিকের রিপোর্টার কাউছার হাবিব বাদী হয়ে মামলাটি করেন। এসময় তার সাথে নাটোরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা থানায় উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ময়মনসিংহ রেন্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক স্ত্রীকে নির্যাতনের মামলায় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজিরা দিতে আসেন। এসময় আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন। এই খবর পেয়ে নাটোরের গণমাধ্যম কর্মীরা কোর্ট হাজতের সামনে উপস্থিত হয়ে ফুটেজ ধারন করতে গেলে বরখাস্তকৃত পুলিশ সুপার এখন টিভির ক্যামেরা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের উপর হামলা করে। এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক সহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউছার হাবিব বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় নাটোরের তিনটি প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এই ঘটনার পাশাপাশি বরখাস্তকৃত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলা ও বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন সাংবাদিক নেতৃবৃন্দরা।