স্টাফ রিপোর্টারঃ
নাটোরের নলডাঙ্গায় একই গ্রামের দুই শিক্ষাথী সহদর ভাইয়ের জানাজা সম্পন হয়েছে। এলাকায় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
২৭ জানুয়ারী বেলা ১১.৩০মিঃ নিহত দুই শিক্ষাথীর একই মাঠে জানাজার শেষে একই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সাহিত করা হয়।
এর আগে ২৬ জানুয়ারি রোববার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার কাঠুয়াগাড়ি ব্যাডমিন্টন খেলার উদ্দেশ্যে রওনা দিলে চৌধুরী পাড়া এলাকায় এসে এই দুর্ঘটনা ঘটে। নিহত সান উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু তালুকদারের ছেলে
এবং সাফা এর একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম একই এলাকার সেলিম হোসেনের ছেলে তারা তিনজনই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী।
পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানাযায় ঃ মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে সান (১৬) ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের প্রথমে নাটোর সদর হাসপাতালে নিলে সানকে কর্তব্যরত ডাঃ মৃত ঘোষণা করে। বাকিদের অবস্থার অবনতি দেখে দিলে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে সাফা(১৪) মৃত্যু
নামের দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পারিবারিক সূত্রে জানা যায় অষ্টম শ্রেণী পড়ুয়া সিয়াম(১৪) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মমেডিকেলে আই সিইউতে চিকিৎসাধীন রয়েছেন ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তিন কিশোর মোটরসাইকেল আরোহী সান, সিয়াম এবং সাফা মোটরসাইকেল যোগে উপজেলার কাঠুয়াগাড়ি থেকে ব্যাডমিন্টন খেলে তাদের বাড়ি দিয়ার কাজিপুর এলাকায় ফিরছিল। পথে সন্ধ্যে সাতটার দিকে চৌধুরীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। এ সময় খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের গুরুতর আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে একজনকে মৃত ঘোষণা করে।
এ সময় গুরুতর আহত সিয়াম এবং সাফাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পারিবারিক সূত্রে জানতে পারি সাফা রাজশাহী মেডিকেলে নেবার পথে মৃত্যুবরণ করে ।
<p><font color="#ffffff" face="SolaimanLipi"><span style="font-size: 16px; background-color: rgb(7, 43, 60);"><strong>প্রধান উপদেষ্টা : লুৎফর রহমান </strong></span></font></p><p><span style="margin: 0px; padding: 0px; font-family: SolaimanLipi; font-weight: bolder; color: rgb(255, 255, 255); font-size: 16px; background-color: rgb(7, 43, 60);">সম্পাদক ও প্রকাশক : মাসুদুর রহমান ,সহ সম্পাদক : জাকারিয়া তৌহিদুল খায়ের (নিপুন)</span></p><p><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;"><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">ইমেইল: [email protected]</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span>বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; text-align: right;"> </span><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;">ইমেইল: [email protected]</span></p>
All rights reserved © 2024