ী👁️🗨️ আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ
২৫ ডিসেম্বর (বুধবার) খ্রিস্টান সসম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উৎসবকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রাম উপজেলাসহ জেলার সদর, সিংড়া,বাগাতিপাড়া ও লালপুর উপজেলার খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে। সোমবার জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ধর্মপল্লীতে গিয়ে দেখা গেছে তরুণ তরুণীরা গীর্জা ঘর ও প্রাঙ্গণে আল্পনা আঁকছে।সাজানো হচ্ছে বর্ণিল কাগজ ও রঙিন আলোকসজ্জা দিয়ে।একইভাবে খ্রিস্টান ধর্মপল্লীর বাড়ি-ঘরও সাজিয়ে তুলছে বর্ণিল সাজে। বড়দিনকে সামনে রেখে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলছে বাড়ি বাড়ি কীর্তন আনন্দ। এই উপজেলাতে রয়েছে ৬টি ধর্মপল্লী। জেলার সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া চার্চের পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা জানান, যীশু খ্রিস্টের জন্মোৎসব এই বড়দিনকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা আয়োজন। এর মধ্যে কেক কাটা,বিশেষ খ্রিস্টযাগ,কীর্তন আনন্দ,পিঠাপুলি তৈরি ও সহভাগিতা,বৈঠক আয়জনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
<p><font color="#ffffff" face="SolaimanLipi"><span style="font-size: 16px; background-color: rgb(7, 43, 60);"><strong>প্রধান উপদেষ্টা : লুৎফর রহমান </strong></span></font></p><p><span style="margin: 0px; padding: 0px; font-family: SolaimanLipi; font-weight: bolder; color: rgb(255, 255, 255); font-size: 16px; background-color: rgb(7, 43, 60);">সম্পাদক ও প্রকাশক : মাসুদুর রহমান ,সহ সম্পাদক : জাকারিয়া তৌহিদুল খায়ের (নিপুন)</span></p><p><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;"><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">ইমেইল: [email protected]</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span>বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; text-align: right;"> </span><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;">ইমেইল: [email protected]</span></p>
All rights reserved © 2024